আধুনিক মানিকগঞ্জ গড়তে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান-দুর্জয়
কামরুল হাসান খান: আধুনিক মানিকগঞ্জ গড়ে তুলতে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানিয়েছেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী,সমর্থক,সাধারন ভোটারগন এবং সুভানুধায়ীদের প্রতি তিনি এ আহবান জানান।
জেলা পরিষদ ও জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনএর সভাপতিত্বে সাবেক এই ক্রিকেটার বলেন,জননেত্রী শেখ হাসিনা মানিকগঞ্জ পশ্চিমাঞ্চলের উন্নয়ন বাস্তবায়নসহ দেশের সার্বিক উন্নয়নে নানাবিধ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে।তিনি স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে ব্যালটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃনমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করার আহবান জান জানান এবং জননেত্টী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,উপদেষ্টামন্ডলীর সদস্য ভজন কুমার সরকার,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,আমিরুল ইসলাম মট্টু, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি রেজাউল করিম উজ্জল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রাজা,ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডক্টর আশিকুর রহমান আশিক,জেলা পরিষদ ও জেলা আ’লীগের সদস্য মাহবুবুর রহমান জনি, লিয়াকত হোসেন লিটন,শিবালয় উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিকাশ সাহা,তুষ্টলাল দত্ত,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি নাজমা বেগম, দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক,সাধারন সম্পাদক মো: আব্দুল কদ্দুস, ঘিওর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির,সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন,ঘিওর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার শামীম,শিবালয় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান তড়িৎ, মহাদেবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবুল আক্তার খাজা,তেওতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল করিম,উথুলী ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবুল আক্তার খাজা,তেওতা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাস, ঘিওর উপজেলা মহিলা আ’লীগের সভাপতি কাজী মাহেলা,সাধারন সম্পাদক নাহিদা আক্তার,দৌলতপুর উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক তানিয়া মাহমুদ,শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক লালন ফকির,ঘিওর উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারী,দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির শাওন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলামসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।