বিএনপি নেতা আবু বকর হত্যা: আশা করছি খুব শিগগির রহস্য উদঘাটন হবে
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 24th November 2018at 7:44 pm
FILED AS: বাংলাদেশ
101 Views
স্টাফ রিপোর্টারঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি গুম ও খুনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে। বিএনপি নেতা আবু বকর হত্যার রহস্যও খুব শিগগির উদঘাটন হবে।
শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যশোরের বিএনপি নেতাকে অপহরণের পর হত্যা ও সম্প্রতি পিএইচডি গবেষক নিখোঁজের ঘটনার তদন্ত চলছে।
‘আশা করছি খুব শিগগির এসব ঘটনার রহস্য উদঘাটন হবে। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এসব ঘটনার রহস্য উদঘাটনে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে কেউ যদি মনে করে এসব ঘটনা নির্বাচনকে ঘিরে হচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি- এসব ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির নেতা হত্যার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতাও নেই।