আইইউবিএটির শিক্ষার্থীদের সাফল্য
নিজস্ব প্রতিবেদকঃ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) রোবোটিকস দল ‘আইউউবিএটি ডিসেপ্টিকন্স’ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বোম্বে (আইআইটি) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার জোনাল রাউন্ডে‘কোজমো ক্ল্যান্ধসঢ়;চ’ সেগমেন্টে ২য় স্থান লাভ করেছে।
তারা আইআইটির টেকফেস্ট ২০১৮-১৯ মূল পর্বে অংশ গ্রহন করবে ।‘আইউউবিএটি ডিসেপ্টিকন্স দলের সদস্যরা হলেন সোহাগ রানা, মাশরুর আলম, মোঃ আতাউর রহমান ও মোঃ আশরাফ আলী। সবাই আইইউবিএটির মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী।