“ফেসবুকে মানহানিকর ভূয়া তথ্য পরিবেশন” উত্তরায় জংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদিকঃ ফেসবুকে মানহানিকর এবং ভূয়া তথ্য পরিবেশন এবং ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজীর অভিযোগে আসাদ জং নামে তথা কথিত সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিশ থানায় একাদিক অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ দায়েরকারী সোহেল রানা এবং উজ্জল মিয়া উত্তরায় বিভিন্ন এলাকায় ক্ষূদ্র ব্যবসায়ী। তারা জানান, আসাদ জং তাদেরকে নানা ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে দীর্ঘ দিন যাবৎ জোরপূর্বক চাঁদা আদায় করে আসছেন। ব্যবসা মন্দা থাকায় তাঁরা সম্পতি চাঁদা দিতে অস্বীকার করায়, তাদের ওপর আসাদ জং চড়াও হয় এবং ইয়াবা মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকী দেয়। ওপর দিকে স্থানীয় বিত্তশালীরাও আসাদ জংয়ের চাঁদাবাজিতে অনেকেই অতিষ্ট হয়ে পড়েছেন। আসাদ জংয়ের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় অনেকের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর স্টাটাস দিয়ে তাদেরকে সামাজিকভাবে নাজেহাল করছেন বলে থানায় অভিযোগ করেন।
অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা আসাদ জং নিজেকে অখ্যাত একটি অন লাইন জং ডট কমের সম্পাদক দাবি করে আবদুল্লাহপুর থেকে আজমপুর পর্যন্ত ক্ষুদে ব্যবসায়ী এবং টেম্পু স্ট্যান্ডে নিয়মিত চাঁদাবাজী করে আসছেন বলে সংশ্লিষ্টরা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে আরো বলা হয় জং রাষ্টের স্বীকৃতিপ্রাপ্ত লেখক হিসেবে নিজেকে হাস্যকর উপাধিতে ভূষিত করে সাধারণের সাথে প্রতাড়ণা করছেন। তার বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।
এসব মানহানিকর অসত্য মন্তব্যে অতিষ্ট হয়ে কেউ কেউ ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন। অসত্য তথ্য প্রকাশের ভয় দেখিয়ে উত্তরা অঞ্চলের প্রতিটি ব্যবসায়ী এবং প্রভাবশালীদের দিনের পর দিন ব্লেক মেইলিং করে টাকা আদায় আসাদ জং জীবীকা নির্বাহের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা।
এবিষয় আসাদ জং এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।