সব

দিনাজপুর-৬ আসনে দলীয় মনোনায়ন পেলেন শিবলী সাদিক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 26th November 2018at 12:44 am
117 Views

সামিউল দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনে পুনরায় আওয়ামীলীগের দলীয় মনোনায়ন পেয়ে নৌকার মাঝি হলেন শিবলী সাদিক। চারটি উপজেলা তথা নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলা নিয়ে গঠিত এটি জেলার সর্ববৃহৎ আসন। এ আসনে ৩টি পৌরসভা এবং ২৩টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৯৮৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৬৫১ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ৩৩ হাজার ৩৩২ জন।

১৯৯৬ সালে এই আসনের এমপি নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন শিবলী সাদিকের পিতা মরহুম মোস্তাফিজুর রহমান। পিতার অকাল মৃত্যুর পর রাজনীতিতে নিজেকে আতœপ্রকাশ করেন শিবলী সাদিক। এবং ২০০৩ সালে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০০৯ সালের ২২ জানুয়ারী উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১২ সালে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিপুল ভোটে জয়ী হয়ে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিযুক্ত হন। সর্বশেষ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নৌকার বৈঠা হাতে তুলে নেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো তাকেই বানানো হলো সেই নৌকার মাঝি। ২৫ নভেম্বর, রবিবার আওয়ামীলীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার সাক্ষরিত চুড়ান্ত প্রার্থীদের চিঠি সংশ্লিষ্টদের কাছে পৌছানো হয়। এতে উঠে আসে দিনাজপুর-৬ এর বর্তমান এমপি শিবলী সাদিকের নাম। এরপর থেকেই চার উপজেলায় নেতাকর্মীদের মিষ্টিমুখ চলতে থাকে। আসন্ন নির্বাচনে আবারো নৌকা মার্কার জয় লাভের জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানান নেতাকর্মীরা।


সর্বশেষ খবর