ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 26th November 2018at 12:48 am
FILED AS: জেলা সংবাদ
98 Views
স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া এলাকা থেকে সবুজ মন্ডল (৩৩) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার ভোরে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আমজাদ হোসেন মন্ডলের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করঝে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার করাতিপাড়া স্কুলের পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় অন্যরা পালিয়েগেলেও ঘটনাস্থল থেকে সবুজ মন্ডলকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি।
আটক সবুজ মন্ডল এলাকায় নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল বলেও জানান তিনি।