ওয়াল্ড ফটোগ্রাফিতে বাংলাদেশের ছেলে ৩য় হলেন
আমারবাংলা ডেস্কঃ ওয়াল্ড ফটোগ্রাফিতে বাংলাদেশের ছেলে রাফী উর রহমান (রাফী) ৩য় স্থান লাভ করেছেন। তিনি রাজধানী উওরার বাসিন্দা ও অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ বিশ্বাস সুযোগ্য সন্তান।
“SDU Discovery” Writing/Photo Contest for International Students.ছবি প্রতিযোগীতায় রাতের দৃশ্য তুলে ধরেন। ছবিটির ক্যাপশন দিয়েছেন “The Grand Door to Become Physician”
পৃথিবীর প্রায় সকল দেশের ছাত্রছাত্রী প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে। সেখানে বাংলাদেশ রাফী উর রহমান রাফীর ৩য় স্থান লাভ করেন।
রাফী বাংলাদেশ নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে চীন সকারের বৃত্তি নিয়ে সেখানে অধ্যয়নরত আছে।