সব

রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিরুদ্ধে মিছিল মায়ানমারে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 26th November 2018at 3:07 pm
102 Views

আন্তর্জাতিক ডেস্কঃ কিছুতেই দেশে ফেরানো যাবে না বিতাড়িত রোহিঙ্গা মুসলমানদের। এই দাবিতে পথে নামল মায়ানমারের বৌদ্ধ সন্ন্যাসীরা।উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মায়ানমারের রাখাইন প্রদেশেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিরুদ্ধে পথে নেমেছে বৌদ্ধ সন্ন্যাসীরা। এই রাখাইন প্রদেশেই বাস কোর্ট রোহিঙ্গারা। মায়ানমারের সেনার অত্যাচারের কারণে তাদের দেশ ছাড়তে হয়েছিল বলে অভিযোগ।

রাখাইন প্রদেশ থেকে বহু সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশ-ভারত সহ বিভিন্ন পড়শি দেশে আশ্রয় নিয়েছে। সবথেকে বেশি সংখ্যক রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে। ওই দেশের কক্সবাজারে বিশ্বের সব থেকে বড় রোহিঙ্গা শরণার্থী শিবির খোলা হয়েছে। প্রশাসনের তরফ থেকে রোহিঙ্গাদের নানাবিধ সুযোগ সুবিধা দেওয়া হলেও আপাতত তাতে লাগাম দিতে চাইছে বাংলাদেশ সরকার। সেই কারণেই তাদের মায়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

এই বিষ্যটি নিয়েই শুরু হয়েছে প্রতিবাদ। মায়ানমারের বৌদ্ধ সন্ন্যাসীদের দাবি, “রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ফিরে আসার মধ্যে মিয়ানমারের কোনো স্বার্থ নেই। রোহিঙ্গারা মায়ানমারের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।” রবিবার কয়েকশো বৌদ্ধ সন্ন্যাসী দেশে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিরুদ্ধে মিছিলে হাঁটেন। সরকারের প্রতি তাদের আবেদন, ” কোনোভাবেই যেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মায়ানমারে ফিরে আসতে না দেওয়া হয়।”

এই বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদেরকে সেদেশের নাগরিক বলে স্বীকার করে না। অন্যদিকে ত ১৫ নভেম্বর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা সমাবেশ করে বলেছে তারা নাগরিকত্ব না পেলে মিয়ানমারে ফিরে যাবে না।

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের চুক্তি অনুযায়ী নভেম্বরের শেষ নাগাদ কক্সবাজারে আশ্রয় নেয়া ২২৬০ জন রোহিঙ্গা মুসলমানের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সরকার দিন দশেক আগেই ওই পরিকল্পনা স্থগিত করেছে।

সূত্রঃ কলকাতা ২৪X৭


সর্বশেষ খবর