গাজীপুরে নৌকার টিকেট পেলেন যারা
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 27th November 2018at 6:24 am
FILED AS: জেলা সংবাদ
98 Views
মুহাম্মদ আতিকুর রহমান ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
২৫ নভেম্বর রবিবার গাজীপুরের ৫টি আসনে মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি চিঠিগুলো বিতরণ করেন।
গাজীপুরে পাঁচটি আসনের মধ্যে একমাত্র গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে নতুন মুখ হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন সবুজ। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাকী চারটি আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন, গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।