গাজীপুরে ফসলে ক্ষতিকর বালাইনাশকের অবশিষ্টাংশ নির্ণয় প্রশিক্ষণ শুরু
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কীটতত্ত্ব বিভাগের আয়োজনে ‘ফসলে ক্ষতিকর বালাইনাশকের অবশিষ্টাংশ নির্ণয় সংক্রান্ত’ পাঁচদিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) বাংলাদেশ এর অর্থায়নে বিএআরআই সেমিনার কক্ষে ২৫ নভেম্বর রবিবার সকাল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
১২জন গবেষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬জন শিক্ষক, ইনস্টিটিউট অব পাবলিক হেল্থ থেকে ২জন মেডিকেল টেকনোলজিষ্ট, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট থেকে ২জন ঊর্ধ্বতন পরীক্ষক, আইএফআরবি, এটোমিক এনার্জি রিসার্চ এস্টাব্লিসমেন্ট থেকে ১জন এবং বিসিএসআইআর থেকে ১জন গবেষক রয়েছেন। অংশগ্রহণকারীগণকে সংশ্লিষ্ট বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ডঃ মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ আবুল কালাম আযাদ। অল্প সময়ে, সহজে, কম সলভেন্ট ব্যবহার করে ফসলে বিষাক্ত পেস্টিসাইডের উপস্থিতি নির্ণয় করার আধুনিক এ পদ্ধতি ব্যবহার করে বিষমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সম্ভব বলে প্রধান অতিথি অভিমত ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএআরআই এর পরিচালক (সেবা ও সরবরাহ) মোঃ শোয়েব হাসান, পরিচালক (গবেষণা) ডঃ মোঃ সাখাওয়াৎ হোসেন এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ডঃ সৈয়দ নূরুল আলম। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ডঃ দেবাশীষ সরকার।