বিরামপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন
মোঃ সামিউল আলমঃ দিনাজপুরের বিরামপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে।
২৬ নভেম্বর, সোমবার দুপুরে বিরামপুর ঢাকা মোড়স্থ নিউ মিজান মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্যাংকের উদ্বোধন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউসিবি’র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাদাত ও রংপুর ব্রাঞ্চের ম্যানেজার মুশফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ সরকার, বিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান আলী, বিরামপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার, উপাধ্যক্ষ মেজবাউল হক, পেশাজীবী ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সরকার, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, ইউসিবি বিরামপুর আউটলেট সামসুল ইসলাম প্রমূখ।