“নীলাদ্রী”
নুরুন নাহার আক্তার (বকুল):
“নীলাদ্রী””—ডেকেছিলে?
রেগে আছো বেশ!!
তা পারো,পারতেই হবে গো,
চাইলে তুমি পাইবেনা যদি,
ডাকিলে নাহি সাড়া!
ব্যস্ততা তাকে ঢেকে রাখে শুধু,
ভুলিয়ে আপন ভূবন!
হেলিছে তোমায়,ভাবো তুমি তায়!
নাগো,নাহ্! ভেবোনা দোষী এমন,
নিলাম্বরীতে তোমা তরে সে
শুধুই আপন হারা!
আধো মেঘদল সদা অনর্গল ,
মাতিয়ে রাখো তারে!
রিনিঝিনি নিক্কনব্ধনি,বারি কলকলে
তুমি জুড়ে আছো পুরো অবয়বে,,
অবহেলা নেই কিছু পাবার আর!
মনে আছে নীলাদ্রী,,তোমা-আমা সেই
প্রেমস্মৃতির মহাকাল?
বিন্দু বিন্দু ক্ষণগুলো আজও
বিশাল মহাকাশ,,!
স্মরিওনাহ্ ,,ভুলিবারে দাও বল!
ওহে নীলাদ্রী,,,প্রকৃতিকে নাচিয়ে বেড়াও,
বাঁজো– ব্যঞ্জনে ব্যঞ্জনে।
অভিমান ভুলে দেখো চেয়ে তুমি,
মিলেমিশে প্রেমময় তুমি আর আমি!
প্রকৃতি হয়ে তুমি,পুষ্পে আমি,,
বায়ু শনশনে আর সুগন্ধি ছড়িয়ে!
নীলাদ্রী”””নীলাদ্রী-নীলাদ্রী””
উদারতা দিয়েছো মনে,
দীক্ষা দিয়েছো বাঁচতে!
মানে অভিমানে থেকো জুড়ে মনে,,
বলোনা কভূ তোমায় ছাড়তে।।
https://www.facebook.com/nurunnahar.bokul
নুরুন নাহার আক্তার (বকুল)
প্রধান শিক্ষক ৩ নং চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা-২০১৪
মতলব দক্ষিণ, চাঁদপুর।