সব

ডাক বিভাগের ২৩হাজার কর্মচারীর মাসিক ভাতা ৭৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th November 2018at 6:37 am
109 Views

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ  ডাক বিভাগের  অবিভাগীয় (ইডি) কর্মচারীদের মাসিক সম্মানী ভাতা শতকরা ৭৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। ডাক বিভাগের ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারী এই সুবিধা পাবেন। সম্মানী পূণ;নির্ধারণের ফলে ইডিএসপিএম পদমর্যাদার
সম্মানী বর্তমান ৩৩০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৮৪১, ইডিএ পদমর্যাদার কর্মচারীদের ২৫২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৪৬০টাকা, ইডিডিএ পদমর্যাদার কর্মচারীদের ২৪৬০ টাকা থেকে  বৃদ্ধি পেয়ে ৪৩৫৪ টাকা, ইডিএমসি পদমর্যাদার কর্মচারীদের ২৩৬০ টাকা থেকে বৃদ্ধি পেযে ৪১৭৭ টাকা এবং অন্যান্য ইডি কর্মচারীদের ২২৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪০০০ টাকায় উন্নীত হয়েছে। গড়ে
পাঁচ ক্যাটাগরির কর্মচারীদের সম্মানীভাতা বৃদ্ধির এ হার শতকরা ৭৭ ভাগ।

দীর্ঘ তিন মাস যাচাই বাছাই শেষে গত ২৫ নভেম্বর এ আদেশ জারি হয়।  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার ডাক বিভাগের অবিভাগীয় এসব কর্মচারীদের সম্মানী বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি  আজ এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে তাঁর নিরন্তর  মহানুভবতা  দুনিয়া ব্যাপী সমাদৃত। মানবতার প্রতি তাঁর ভূমিকা তাঁকে ‘মাদার অভ হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত করেছে।

২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিভাগীয় ডাক কর্মচারীদের সম্মানী  ২০১৩, ২০১৬ সালে আরও দুই দফা বৃদ্ধি করেছেন। এর আগে ২০০৮ সাল পর্যন্ত ইডি কর্মচারীদের সর্বোচ্চ সম্মানী ছিল ৯৭৮ এবং সর্বনি¤œ ছিল ৬৭৪ টাকা।

১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইডি কর্মচারীদের সম্মানী ৮৫ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত করেন। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডি কর্মচারীদের সর্বোচ্চ সম্মানী ৮৮৯ টাকায় উন্নীত করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাগ্রামীন ডাকঘরকে  পোস্ট ই সেন্টারে রূপান্তরিত করেন। রূপান্তরিত এসকল ডিজিটাল গ্রামীন ডাকঘর পরিচালনায় ইডি কর্মচারীদের ডিজিটাল উপযোগী করে তৈরি করার জন্য সংশ্লিষ্টদের তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ  দেন। তিনি বলেন, তাদেরকে ডিজিটাল উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে  তোলার বিকল্প নেই। ঘরে ঘরে যারা চিঠি বিলি করতেন তাদেরকে কম্পিউটারের বাটন টিপে ডিজিটাল পোস্টম্যান কিংবা ডাক হরকরার ভুমিকা পালন করার উপযোগী করার জন্য সরকার সম্ভাব্য সব কিছু করবে, তাদেরকে উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়বেই।

বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ হাকিম সম্মানীভাতা বৃদ্ধির সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এবং ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর