সব

নর্দান বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একজন সফল বাংলাদেশি আমেরিকানের গল্প

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th November 2018at 6:48 am
119 Views

নিজস্ব প্রতিবেদকঃ নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সফলতার পথে উজ্জ্বীবিত করতে একজন সফল বাংলাদেশি আমেরিকানকে নিয়ে সেমিনার এর আয়োজন করে গত ২৬ নভেম্বর, ২০১৮ তারিখে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। কি-নোট স্পিকার ছিলেন আমেরিকার বিখ্যাত জেনারেল মোটরস গ্রুপ এর চেসিস এন্ড সাসপেনশন ডিভিশনের স্টাফ ইঞ্জিনিয়ার জনাব গাজী ফেরদৌস। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

কি-নোট স্পিকার জনাব গাজী ফেরদৌস বাংলাদেশের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও কিভাবে আমেরিকার গুরুত্বপূর্ণ এই অটোমোবাইল কোম্পানীতে স্টাফ ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন শিক্ষার্থীদের নিকট তা তুলে ধরেন। তিনি বলেন, স্বপ্ন থাকলে তা একদিন অবশ্যই পূরণ হয়। কিন্তু এর জন্য পরিশ্রম এর মানসিকতা নিয়ে লেগে থাকতে হয়।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, ডিরেক্টর আইটি সা’দ আল জাবির আব্দুল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগন, শিক্ষক ম-লী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারে।


সর্বশেষ খবর