সব

দাম্পত্য জীবনের শুরুতে কার আশীর্বাদ নিলেন রণবীর-দীপিকা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 30th November 2018at 9:39 pm
117 Views

বিনোদন ডেস্কঃ সদ্য বিয়ে করেছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। ইতালিতে অনুষ্ঠানের পর বেঙ্গালুরু এবং মুম্বইতে রিসেপশনের আয়োজন করেছিলেন তাঁরা। এ বার নতুন সংসার শুরু করবেন। তার আগে পুজো দিলেন নবদম্পতি।

শুক্রবার সকালে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান নায়ক-নায়িকা। অফ হোয়াইট আনারকলি ড্রেস পরেছিলেন দীপিকা। রণবীরের পরনে ছিল একই রঙের কুর্তা, পাজামা এবং জ্যাকেট। দীপিকার বাবা, মা এবং বোনও এ দিন তাঁদের সঙ্গেই ছিলেন।

আগামিকাল মুম্বইতে বলি ইন্ডাস্ট্রির জন্য পার্টি দিচ্ছেন রণবীর-দীপিকা। তবে হনিমুন এখনই নয়। এই মুহূর্তে ‘সিম্বা’ এবং ‘গাল্লি বয়’ রয়েছে রণবীরের হাতে। ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। দীপিকাও দ্রুত ফিরবেন শুটিং ফ্লোরে।

বিয়ের পর রণবীর সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের সম্পর্ক ছ’মাসও গড়ায়নি, তখন থেকেই জানতাম এই সেই মানুষটি। আমি শুধু অপেক্ষা করছিলাম। দীপিকাকে বলেওছিলাম যে মুহূর্তে তুমি রাজি হবে, আমরা বিয়ে করব। এই সম্পর্কটা সে ভাবেই এত দিন ধরে আগলে রেখেছি।’’ রণবীর মুখ খুললেও প্রেমের বিষয়ে প্রশ্ন করলে উত্তরে এখন শুধু হাসছেন নববধূ।


সর্বশেষ খবর