সব

আফগানিস্তানে মার্কিন বোমা হামলা, নারী-শিশুসহ নিহত ২৩ : জাতিসংঘ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 30th November 2018at 9:44 pm
112 Views

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আজ আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সৈন্যদের এক সংঘর্ষের সময় মার্কিন বাহিনী ওই হামলা চালায়। হামলার পর মার্কিন বাহিনী দাবি করেছিল, তারা তালেবানের অবস্থানের ওপর হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবে তারা ওই এলাকার বেসামরিক মানুষের ওপর নির্মমভাবে বোমাবর্ষণ করেছে।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বলেছে, আফগান সেনা ও তালেবানের মধ্যে সংঘর্ষের সময় আফগান সৈন্যরা সাহায্য চাইলে বিমানের সাহায্যে এই হামলা চালানো হয়। তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে বেসামরিক লোকের উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ন্যাটো।

স্থানীয়রা বলছেন, মার্কিন হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩০ জন। মার্কিন বাহিনী এর আগেও বিমান হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করেছে। মার্কিনিদের লক্ষ্য হলো- মুসলমানদের হত্যা করা। সেটা সামরিক হোক আর বেসামরিক হোক।


সর্বশেষ খবর