সব

ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 2nd December 2018at 2:23 pm
119 Views

স্টাফ রিপোর্টার: ‘এইচআইভি পরীক্ষা করুন : নিজেকে জানুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর হাসাপাতালের তত্বাবধায়ক আইয়ুব আলী, সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, এনজিও প্রতিনিধি হাবিবুর রহমান। বক্তারা, এইডস এর জীবানু এইচআইভি প্রতিরোধে সচেতনা বাড়ানোর আহ্বান জানান।


সর্বশেষ খবর