সব

তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 2nd December 2018at 8:07 pm
100 Views

স্টাফ রিপোর্টারঃ তিন আসনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বেগম জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী আসনে প্রার্থী হয়েছিলেন। এই তিন আসনেই বাতিল হয় মনোনয়নপত্র।

আজ (০২ ডিসেম্বর) রোববার সকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনেই ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান খালেদার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

অন্যদিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাও খালেদার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে এই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ মনোনয়ন বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রে কোনো অসঙ্গতি ধরা পড়েনি।

আজ (০২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কেএম কামরুজ্জামান সেলিম।

সূত্র জানায়, মির্জা ফখরুলের মনোনয়নপত্রে কোনো গরমিল না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়েছে।

মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। তিনি এই আসন থেকে একাধিকবার নির্বাচন করেন।


সর্বশেষ খবর