সব

খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে প্রমাণিত লেভেল প্লেয়িং ফিল্ড: আওয়ামী লীগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 2nd December 2018at 8:10 pm
112 Views

স্টাফ রিপোর্টারঃ খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, আসন্ন নির্বাচনকালীন সময়ে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজমান বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

আজ (২ ডিসেম্বর) রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক বৈঠকের পর আওয়ামী লীগের এই নেতাএইসব কথা বলেন।

সাংবাদিকদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যবলেন, “খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সবার জন্য সমান সুযোগ আছে। আইন সবার জন্য সমান।”

ফারুক খান বলেন, “কেউ যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হয়েও থাকেন, আইন অন্যদের তুলনায় তার জন্য আলাদা হতে পারে না।”

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন, “রিটার্নিং অফিসাররা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করেছেন।”

তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বিষয়টি জড়িত নয়, এটি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। এক্ষেত্রে আইনের কোনো বিচ্যুতি হয়নি।”

এইচ টি ইমাম অভিযোগ করে বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করেছেন। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।”


সর্বশেষ খবর