সব

গাজীপুরে ৬ দফা দাবিতে তাবলিগের একাংশের স্মারকলিপি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 4th December 2018at 7:34 am
99 Views

মুহাম্মদ আতিকুর রহমান ঃ গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে বিক্ষোভ, মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারী মুসল্লীরা।

৩ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মুসল্লীরা এ কর্মসূচি পালন করেন।

কয়েক হাজার মুসল্লী রাজবাড়ি সড়কে মিছিল করেন এবং রাজবাড়ি মাঠে জড়ো হন। পরে মুসল্লীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে হামলার নির্দেশদাতাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, হতাহতদের ক্ষতিপূরণ, পূর্বঘোষিত তারিখে (১৮-২০ জানুয়ারি) আগামী ইজতেমা অনুষ্ঠানের কার্যকরী ব্যবস্থাসহ ছয় দফা দাবি জানানো হয়।

উল্লেখ্য, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১ ডিসেম্বর শনিবার মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সা’দ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন মুসল্লী নিহত এবং শতাধিক মুসল্লী আহত হন।


সর্বশেষ খবর