সব

ঝিনাইদহে দুই প্রতারক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 4th December 2018at 7:55 am
111 Views

স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহে ইসলামী হাসপাতাল সংলগ্ন মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন ও সিদ্দিক ফার্মেসি নামক দুই প্রতারক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ কিনে ভোক্তা অধিকার আইনে প্রতিকার পেলেন ঝিনাইদহে এক ব্যাক্তি।১৩ নভেম্বর রাশিদুল ইসলামের খালু মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় বাম হাত ভেঙ্গে যায়।

ডাক্তারের পরামর্শে গত ১৭ নভেম্বর ঝিনাইদহ সদর হাসপাতালে তার বাম হাতে অপারেশন করা হয়। ঐদিন বেলা সাড়ে ১০ টার সময় হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে দেওয়া ঔষধের তালিকা অনুযায়ী হাসপাতাল গেটের সিদ্দিক ফার্মেসি থেকে ঔষধ কেনার পর ভাউচার চেক করতে গিয়ে দেখতে পান যে, Ultracaine Vial ঔষধটির নির্ধারিত মূল্য ৬০.৪২ টাকা হওয়া সত্ত্বেও তার নিকট হতে ৩০০ টাকা নেয়া হয়েছে।

পরদিন ঔষধটি অন্য দোকান থেকে কিনে ফেরত দিতে গেলে দোকানদার ফেরত নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে গত ২৬ নভেম্বর রাশিদুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

গতকাল রোববার উভয় পক্ষের উপস্থিতিতে অভিযুক্ত প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করেন এবং জানান যে, তিনি ঔষধটি ইসলামী হাসপাতাল সংলগ্ন মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন হতে ২৮০ টাকায় ক্রয় করেছেন। তখন মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন এর মালিক উপস্থিত হয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধটি স্বীকার করেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করে নেয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে ৯০০০/-এবং সিদ্দিক ফার্মেসিকে ১০০০/-জরিমানা আরোপ করা হয়। আরোপিত জরিমানার ২৫% হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা মোতাবেক ২৫০০/-অভিযোগকারী জনাব রাশিদুল ইসলামকে তাৎক্ষণিকভাবে নগদ প্রদান করা হয়। দ্রুততম সময়ে কোন প্রকার ভোগান্তি ছাড়া অভিযোগের প্রতিকার পেয়ে তিনি অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে তার সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য, ইতিপুর্বে ঝিনাইদহের ইসলামী হাসপাতাল সংলগ্ন “মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন” প্রতিষ্ঠানের মালিক শাহিনুর রহমানের বড় ভাই “মুন্সি ফার্মেসি”র মালিক সেলিম হোসেন একই অপরাধে আরাপপুরের সাবেক ছাত্রলীগ নেতা শান্ত’র নিকটে ১৩ শত টাকার ঔষধ ১৭ শত টাকায় বিক্রি করার অপরাধে গত ৭ই নভেম্বর শিল্পকালা একাডেমি চত্বরে সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংশা হয়েছে মর্মে সুত্রে জানা গেছে।


সর্বশেষ খবর