সব

গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 4th December 2018at 8:03 am
129 Views

গাজীপুর জেলা প্রতিনিধি ঃ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ বিধি অনুযায়ী ভোট গ্রহণের তিন সপ্তাহ বা ২১ দিন পূর্বে কোন দল বা প্রার্থী কোন ধরণের নির্বাচনি প্রচারণা চালাতে পারবে না। কিন্তু আইন লঙ্ঘন করেই প্রচারণা চালানো হচ্ছে।

২ ডিসেম্বর রবিবার টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ৪৬ নম্বর ওয়ার্ডে গাজীপুর ২ (সদর ও টঙ্গী) আসনের বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের পক্ষে তার স্ত্রী খাদিজা রাসেল ভোটের প্রচারণা চালিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১১ বিধি অনুযায়ী মসজিদ মন্দির গির্জা বা কোন ধর্মীয় উপাসনালয়ে কোন প্রকার প্রচারণা চালানো যাইবে না।

কিন্তু গাজীপুর ৩ (শ্রীপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজ ২ ডিসেম্বর রবিাবার মির্জাপুরে অষ্টকালীন লীলাকীর্তনে অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন।

প্রায় প্রতিদিনই আচরণ বিধির লঙ্ঘন ঘটলেও প্রশাসন তেমন কোন উদ্যোগ নিয়েছে বলে জানা যায় নি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর ২ আসনের সিপিবির প্রার্থী জিয়াউল কবীর খোকন। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের কোন নমুনা নাই। এভাবে নির্বাচন সুষ্ঠু হবে না।


সর্বশেষ খবর