সব

গাড়ী থেকে নামিয়ে সন্তানের মত জড়িয়ে ধরলেন দুর্জয়কে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 4th December 2018at 8:18 am
124 Views

কামরুল হাসান খান: মানবতার আলো যেন প্রজ্জ্বলিত হলো এলাকার প্রতিটি প্রান্তর। চলমান গাড়ী থামিয়ে ফুলের নিজের সন্তানের মত বুকে জড়িয়ে ধরে তৃপ্ত হলেন ষাটোর্ধ এক মা।
সোমবার বিকেলে মানিকগঞ্জের শিবালয়ের ভাকলা গ্রামের ভাবক ও সাধক কবি আব্দুর রহমান বয়াতী’র বাড়ী থেকে ফেরার পথে জনৈক মা মানিকগঞ্জ-১ আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয় এমপিকে বুকে জড়িয়ে নেন।
ওই মায়ের এক নিকট আত্মীয় রহিমা বেগম জানান, দুর্জয় এমপি রহমান বয়াতীর বাড়ীতে আইছে জানার পর -গাছের ফুল দিয়ে নিজের হাতে মালা গেথে অপেক্ষা করছিল বাড়ীতে। কখন আসবে এ পথ দিয়ে এমপি সাব। গাড়ীর শব্দ শুনেই দৌড়ে এসে ফুলের মালা দিয়ে বরন করে নিলেন এমপি দুর্জয়কে।
ষাটোর্ধ আছেরুন বেগম বলেন, হাসিনা মাকে টেলিভিশনে দেখছি।তারে ছুইয়া দেখি নাই।শুনেছি হাসিনা মা দুর্জয় বাবাজিকে অনেক ভালবাসে তাই তাকে বুকে জড়াইয়া ধইর‍্যা হাসিনা মায়ের ছোয়া পাইছি। এতে আমার আত্মাটা জুড়াইয়াগেছে।আল্লাহর কাছে চাই হাসিনা মা যেন আবার রাজা অয়এবং আমরা তাকে ভোট দিয়ে আবার রাজা বানামু। দুর্জয় বাবাজিকে নৌকায় ভোট দিলেইতো রাজা অইবো হাসিনা মা।সে থাকলে আমাগো আর কোন অসুবিধাই
ওইবো না। এমপি দুর্জয়ের আচরনে তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করে-জননেত্রী শেখ হাসিনা ও দুর্জয় এমপি’র দীঘায়ু কামনা করেন।


সর্বশেষ খবর