গাজীপুরে আওয়ামী লীগের এমপি রাসেলের আচরণবিধি লঙ্ঘন
জেলা প্রতিনিধি ঃ গাজীপুরের টঙ্গীর সফিউদ্দীন সরকার স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রাইভেট স্কুল ও শিক্ষক সংগঠকদের নিয়ে মতবিনিময় সভায় ৩ ডিসেম্বর সোমবার নানা প্রতিশ্রুতি দিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। ফিরিস্তি তুলে ধরেন নানা উন্নয়নের।
তিনি আসন্ন নির্বাচনেও গাজীপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করে বৈধ প্রার্থী বিবেচিত হয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ বিধি অনুযায়ী ভোট গ্রহণের তিন সপ্তাহ বা ২১ দিন পূর্বে কোন দল বা প্রার্থী কোন ধরণের নির্বাচনি প্রচারণা চালাতে পারবে না। কিন্তু আইন লঙ্ঘন করেই আগাম প্রচারণা চালানো হচ্ছে।
তিনি ও তার কর্মীরা প্রচারপত্রও বিলি করেছেন।
গাজীপুর ২ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম বলেন, সরকার দলীয় প্রার্থী প্রতিদিন সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। বিভিন্ন গণমাধ্যমে এসব প্রচারের পরও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না। এতে লেভেল প্লেয়িং ফিল্ডের আশায় গুড়েবালি।
এর আগে ২ ডিসেম্বর রবিবার জাহিদ আহসান রাসেলের স্ত্রী খাদিজা রাসেলের ৪৬ নম্বর ওয়ার্ডে ভোট চেয়েছেন সভা করে।