ঝিনাইদহের হামদহে স্কুলছাত্র হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের হামদহ শান্তিনগর পাড়ায় দিনেদুপুরে স্কুলছাত্র সামিউল আলমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বজলুর রহমান নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে হামদহ এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত বজলুর রহমান সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে। এদিকে, থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পরও তদন্ত কাজে অগ্রগতি ও জড়িত ঘাতকদের খুজে আটক করতে না পারায় স্বজন, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রতিবাদের ঝড় উঠে। হত্যার ঘটনার পর থেকে ফেসবুকে তার বিচার চেয়ে সরব হয়েছে গোটা জেলাবাসী।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের হামদহ কালীতলা এলাকায় সামিউল আলম ওরফে সাফিন নামে স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সে বিএনপি নেতা ও সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ছেলে এবং ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।