সব

গাজীপুরে অর্ধশত বন্যপ্রাণী জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 5th December 2018at 6:54 am
93 Views

মুহাম্মদ আতিকুর রহমান ঃ ৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে টঙ্গীতে বন্যপ্রাণী অবৈধ কেনাবেচা ও পাচারের দায়ে এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২ লক্ষ মূল্যমানের বন্য প্রাণী জব্দ করা হয়।

র‍্যাব ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে জব্দকৃত বন্য প্রাণীগুলো অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দের নেতৃত্বে গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, টঙ্গী বাজারে আল হাদী নামে এক ব্যক্তির দোকান থেকে এসব প্রাণী জব্দ করা হয়।

র‍্যাবয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম উক্ত ব্যক্তিকে বন্যপ্রাণী অবৈধ কেনাবেচা ও পাচারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অসীম মল্লিক জানান, জব্দ হওয়া এসব প্রাণীর মধ্যে রয়েছে, একটি বানর, ১৯টি বালিহাঁস, পাঁচটি প্যাঁচা, ১৫টি শালিক, পাঁচটি ঘুঘু, একটি কালিম, দুটি কাঠবিড়ালি ও সাতটি টিয়া।

তিনি জানান, জব্দ হওয়া এসব প্রাণীর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

 

অসীম মল্লিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদী জানিয়েছেন, পাখিগুলো শেরপুরের হাওর অঞ্চল থেকে আর বানর-কাঠবিড়ালি গাজীপুরের বন থেকে ধরা হয়।


সর্বশেষ খবর