সব

ঝিনাইদহ সদর উপজেলায় নতুন এসিল্যান্ড ফাতেমা-তুজ-জোহরা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 5th December 2018at 6:41 am
115 Views

জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ফাতেমা-তুজ-জোহরা। সম্প্রতি খুলনা জেলার তেরখাদা উপজেলা থেকে বদলি হয়ে তিনি ঝিনাইদহ সদরে যোগদান করেন।

৩৩ তম বিসিএসএর মাধ্যমে ২০১৪ সালে তিনি প্রথমে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থীর বাড়ি বাগেরহাট সদর উপজেলায়।

নবাগত এসিল্যান্ড ফাতেমা-তুজ-জোহরা বলেন, ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছি। বিগত এসিল্যান্ড স্যারের কল্যাণে পরিচ্ছন্ন সুসজ্জিত অফিস পেয়েছি। স্যার অফিস ব্যবস্থাপনাও নিপুনহাতে গুছিয়েছেন। এখানে যোগদানের পর জেলা প্রশাসক সরোজ কুমার নাথ স্যারের আন্তরিক ব্যবহারে যৌক্তিকভাবে কাজ করতে পারব বলে আশ্বস্ত হতে পেরেছি। সর্বোপরি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম স্যারের সার্বিক সহযোগিতায় পেয়েছি নির্বিঘ্নে কাজ করার।


সর্বশেষ খবর