সব

৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 28th March 2016at 12:00 am
42 Views

00 (26)ডেস্ক রিপোর্টঃ আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রক্রিয়া শেষ করার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এই পদ্ধতিতে নিবন্ধন না করলে ভবিষ্যতে কোনো সিম চালু থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার ফার্মগেটে একটি বেসরকারি টেলিফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেন প্রতিমন্ত্রী।

সিরিয়ালে দাঁড়িয়ে তার সিম নিবন্ধনের প্রতিক্রিয়া জানতে চাইলে তারানা হালিম বলেন, ‘আমার ব্যক্তিগত সিমটি আজ রেজিস্ট্রেশন করলাম। যারা এখানে আছেন তাদের উৎসাহ-উদ্দীপনাটাও দেখলাম; ভালো লাগল।’

তিনি বলেন, ‘তিনটি সিম নিবন্ধন করতে চেয়েছি। দুটি আমার সঙ্গে না থাকায় ফিরিয়ে দিয়েছে। হয়তো কাল-পরশু বাকি দুটি সিম নিয়ে আবার আসবো।’

একটি মহল বায়োমেট্রিক নিবন্ধন নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছে অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, ‘৩০ এপ্রিলের মধ্যে আমরা এই নিবন্ধন পক্রিয়া শেষ করতে চাই। এর মধ্যে আশা করি, শেষ হয়ে যাবে। এই পদ্ধতিতে নিবন্ধন না করলে ভবিষ্যতে কোনো সিম চালু থাকবে না।’

যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা ভুল আছে, তারা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য করা আবেদনের নিবন্ধন নম্বর দিয়েও সিম নিবন্ধন করতে পারবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর থেকে দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলফোনের সিম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি ও সিম নিয়ে সংশ্লিস্ট অপারেটরের নিজস্ব গ্রাহকসেবা কেন্দ্র বা অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা যাচ্ছে।


সর্বশেষ খবর