তনু হত্যার দায় এড়াতে পারে নাঃ আয়েশা খানম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেছেন, ‘কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না। এ হত্যাকাণ্ডের বিষয়ে ওই মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা আমরা জানতে চাই।’
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ১৪টি নারী সংগঠন সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে।
তনু হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত এ মানববন্ধনে নারীনেত্রীরা নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।