সব

দ্বিতীয় দিনের শুনানিতে যারা বৈধ এবং অবৈধ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 7th December 2018at 3:37 pm
105 Views

 

স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ আপিল শুনানি শুরু হয়। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ফের আপিল শুনানি হচ্ছে। এটি শেষ হবে আগামীকাল শনিবার। সিরিয়াল নম্বর অনুযায়ী আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং আগামীকাল শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

আজ আপিল নিষ্পক্তিতে যারা আসন্ন একাদশ নির্বাচনে বৈধ হলেন:

ব্রাহ্মণবাড়িয়া-২ মো. ছাইফুল্লাহ (হুমায়ন মিয়া), ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মো. মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মোহাম্মদ জিয়া উদ্দিন ও আবদুল খালেক, কুমিল্লা-১০ আসনে মো. শাহজাহান মুজমদার, চাঁদপুর-৫ আসনে খোরশেদ আলম খুশু, চট্টগ্রাম-৭ আসনে মো. আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম-৮ আসনে হাসান মাহমুদ চৌধুরী মনোনয়ন ফিরে পেয়েছেন।

বরিশাল-১ আসনে মো. বাদশা মিয়া, বরিশাল-২ আসনে মাসুদ পারভেজ ও একে ফাইয়াজুল হক, পটুয়াখালী-১ আসনে মো. আবদুর রশীদ, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরগুনা-১ আসনে মো. মতিয়ার রহমান, ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীর মনোনয়ন ফিরে পেয়েছেন।

অন্যদিকে যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন-

চট্টগ্রাম-৬ আসনে সামির কাদের চৌধুরী (বিএনপি), কুমিল্লা-১ আসনে মো. আলতাফ হোসাইন, কুমিল্লা-২ মো. আব্দুল মজিদ, ফেনী-৩ আসনে মো. আবদুল লতিফজান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. সাহজাহান এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া বরিশাল-৬ আসনে ওসমান হোসেইন, ভোলা-৪ আসনে এম এ মান্নান হাওলাদার, পটুয়াখালী-১ আসনে এ বি এম রুহুল আমি হাওলাদার, পটুয়াখালী-২ আসনে মোহাম্মদ মিজানুর রহমান খান, পিরোজপুর-১ আসনে মনিমোহন বিশ্বাস, পিরোজপুর-৩ আসনে ডা. সুধীর রঞ্জন বিশ্বাস, ঝালকাঠি-১ আসনে মো. মনিরুজ্জামান ও মোহাম্মদ শাহজালাল শামীম এবং বজলুল হক হারুন এর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. গিয়াস উদ্দিনের মনোনয়ন শুনানিতে স্থগিত রাখা হয়েছে।


সর্বশেষ খবর