রাষ্ট্রধর্ম ইসলাম ”রুলের চূড়ান্ত শুনানি আজ”
স্টাফ রিপোর্টারঃ সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে অন্তর্ভুক্তির বিধান নিয়ে হাইকোর্টের দেয়া রুলের চূড়ান্ত শুনানির দিন পিছিয়ে ২৮ মার্চ ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের পক্ষের আইনজীবী জগলুল হায়দার আফ্রিক।
তিনি বলেন, ‘শুনানির জন্য রোববার (২৭ মার্চ) দিন ধার্য ছিল, কিন্তু হাইকোর্টের কার্যতালিকায় দেখলাম ১ দিন পিছিয়ে ২৮ মার্চ শুনানির দিন ধার্য হয়েছে।’
ওই দিন দুপুর ২টা হতে ৪টা ১৫ মিনিট পর্যন্ত রুলের শুনানি হবে বলে জানান এই আইনজীবী।
সোমবার (২৮ মার্চ) বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান নিয়ে শুনানি গ্রহণ করবেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল।