সব

মিস ইউনিভার্স হলেন ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 18th December 2018at 1:32 pm
89 Views

ডেস্ক রিপোর্টঃ ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে হলেন ২০১৮ সালের মিস ইউনিভার্স। সোমবার থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ৯৩ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরেন তিনি। খবর ফক্স নিউজের।

২৪ বছর বয়সী ক্যাট্রিওনা গ্রে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন। আমেরিকায় পড়াশোনা করেছেন মিউজিক নিয়ে।

এবারের আসরে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তামারিন গ্রিন। তৃতীয় স্থানে আছেন ভেনেজুয়েলার স্টেফানি গুতিরেজ।

চূড়ান্ত পর্বে সবাইকে মুগ্ধ করেছেন ক্যাট্রিওনা। শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, কাউকে খাবার দিলে সে পরের দিন ফের ক্ষুধা অনুভব করবে। ওষুধ দিলে জীবনে আবারও এটার দরকার হবে। কিন্তু কাউকে শিক্ষা দিলে সে সারাজীবন এটা মনে রাখবে। পেশায় টিভি উপস্থাপক ও মডেল ক্যাট্রিওনার জন্ম কুইন্সল্যান্ডে। তার বাবা স্কটিশ অস্ট্রেলিয়ান ও মা ফিলিপাইনের নাগরিক।


সর্বশেষ খবর