চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী যুব লীগের বিশেষ বির্ধিত সভা অনুষ্ঠিত
শাহরিয়ার আহাম্মদ শিমুলঃ
জাতীয় সরকার নিবার্চন কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা যবুলীগের সভাপতি জনাব মোঃমাসিদুর রহমানের সভাপতিত্বে জেলায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহনে আলোচনায় নৌকার বিজয় নিশ্চিত করতে প্রচারনার বিভিন্ন কৌশল নিয়ে মত বিনিময় হয় ।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে থেকে দেশের যে উন্নয়ন হয়েছে, তা সবার সামনে প্রচারের মাধ্যমকে তুলে ধরার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বৃন্দ।
জেলা যুব লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জনাব মোঃআব্দুস সাত্তার মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, কেন্দ্রীয় উপ ক্রীড়া সম্পাদক জনাব মোঃ নাজিম উদ্দীন চৌধুরী পারভেজ, কেন্দ্রীয় উপ সমাজ সেবা সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দীন মাতব্বর, কেন্দ্রীয় সহ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম সৈকত জোয়ার্দার।জেলা যুবলীগের সভাপতি জনাব মোঃমাসিদুর রহমান, সাধারন সম্পাদক জনাব মো নাজমুল হুদা অলক।
সভায় বক্তারা বক্তব্য দেশের বর্তমান উন্নয়ন ও আগামীর উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকের আওয়ামী লীগ নেএী শেখ হাসিনার নেতৃত্বের সরকারই বারবার প্রয়োজন। এবং আরো বলেন দেশের সরকার গঠন করতে হলে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমেই সরকার গঠন হবে। নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করার জন্য আমাদের, আপনাদের, সকলকেই এক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে, তবেই নৌকা বিজয়ী হবে। সভার সকলেই নৌকা প্রতীক ও শেখ হাসিনা কে বিজয়ী করতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারা বদ্ধ হওয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।