৬ মাস কোনো কাজ পাব না, কেন বললেন শাহরুখ?
বিনোদন ডেস্কঃ বক্স অফিস যে একজন সুপার স্টারের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা গেল বলিউড বাদশা শাহরুখ খানের বক্তব্যে। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ড্রিম প্রোজেক্ট ‘জিরো’। বক্স অফিসে ছবি কতটা সফল হবে সেটা স্পষ্ট নয়। তাই আগে থেকে এই নিয়ে শঙ্কায় রয়েছেন কিং খান
একটি নিউজ চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, ‘জিরো যদি ফ্লপ করে তাহলে আগামী ছ’মাস আমি কোনো কাজ পাব না। আর অসফল হলেও আমার অভিনয় যদি মনে দাগ কাটে তাহলে কাজ পাব। এমনও হতে পারে আর বক্সঅফিসে আমার কোনো ছবি মুক্তিই পেল না।’
শাহরুখের বাজার যে আস্তে আস্তে কমে আসছে সেটা স্পষ্ট হয়ে উঠেছে তার কথাতেই। ‘রইস’, ‘হ্যারি মিট সেজল’ ফ্লপ করেছে বক্স অফিসে। তারপরেই ‘জিরো’। তাই এটা নিয়েই বড় আশা করে রয়েছেন বলিউড বাদশাহ।