৮ ডিসেম্বর ঢাকায় ফ্রিল্যান্সার সম্মেলন
স্টাফ ডেস্ক ঃ ৮ ডিসেম্বর ঢাকায় হবে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের সম্মেলন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির (ডিআইএ) আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউটে বসবে ফ্রিল্যান্সারদের এ মিলনমেলা। এতে ফ্রিল্যান্সারদের জন্য থাকবে একাধিক কারিগরি অধিবেশন।
পাশাপাশি ফ্রিল্যান্স আউটসোর্সিং খাতে কাজ করছেন—এমন ফ্রিল্যান্সাররা কীভাবে নিজেদের দক্ষতা বাড়াবেন, বিশেষ কৌশল প্রয়োগ করবেন এবং পেশাগত সমস্যার সমাধান করতে পারবেন, সে বিষয়গুলো নিয়ে থাকবে আলোচনা।
গতকাল সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ সম্মেলন সম্পর্কে জানানো হয়। আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ফ্রিল্যান্সার সম্মেলনের আহ্বায়ক মো. নূরুজ্জামান। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশি অনলাইন মার্কেটপ্লেস বিল্যান্সারের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম এবং ডিআইএর উপপরিচালক মো. সারোয়ার হোসেন মোল্লা।
সম্মেলনে জানানো হয়, ফ্রিল্যান্সার সম্মেলনের একাধিক পর্বে সফল ফ্রিল্যান্সাররা নিজেদের অভিজ্ঞতা জানাবেন। সম্মেলনে যোগ দিতে আগ্রহী যে কেউ নিবন্ধন করতে পারবেন। বিনা মূল্যেই অংশ নেওয়া যাবে এ সম্মেলনে। নিবন্ধনের শেষ তারিখ আগামী ৪ ডিসেম্বর।