বিএসএফ-এর স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বাংলাদেশ সফর
স্টাফ ডেস্ক ঃ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধি দল ৪ দিনের সৌজন্য সফরে আগামীকাল (২৬ নভেম্বর ২০১৫) বাংলাদেশে এসে পৌঁছবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ-এর মধ্যে আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়েছে। আজ (বুধবার) বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসএফ এর স্কুল ও কলেজের ২৫ জন শিক্ষার্থী ও ৩ জন কর্মকর্তাসহ মোট ২৮ সদস্যের প্রতিনিধি দলটি সড়ক পথে লালমনিরহাটের বুড়িমারী আইসিপি হয়ে বাংলাদেশে পৌঁছবে। বাংলাদেশে আগমনের সময় বিজিবি’র পক্ষ থেকে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।
প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরকালে রংপুর ও ঢাকার ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও দর্শনীয় বিভিন্ন স্থান পরিদর্শন করবে। সফরসূচি অনুযায়ী প্রতিনিধি দল জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বাংলাদেশ সেনাবাহিনীর জাদুঘর, বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর, রাজধানীর বিভিন্ন শপিংমলসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে।
এছাড়া বিএসএফ স্কুল ও কলেজ শিক্ষার্থীরা বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিএসসি, জি এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে। প্রতিনিধিদল সফর শেষে আগামী ২৯ নভেম্বর ২০১৫ তারিখে লালমনিরহাটে বুড়িমারী আইসিপি হয়ে দেশে ফিরবে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে।
উল্লেখ্য, বিএসএফ-এর আমন্ত্রণে বিজিবি’র স্কুল ছাত্র-ছাত্রীদের ২৯ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৪-১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ভারতের দার্জিলিং ও শিলিগুড়িতে সৌজন্য সফর করেছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিজ নিজ ব্যবস্থাপনায় পরিচালিত স্কুল ও কলেজসমূহের শিক্ষার্থীদের এ ধরণের সৌজন্য সফর বিজিবি ও বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।