উত্তরায় পিডিপি প্রার্থীর সাংবাদিক সম্মেলন ও গণসংযোগ
উত্তরা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৮ আসনের পিডিপির মনোনীত প্রার্থী বাঘ মার্কার প্রতিক নিয়ে সাংবাদিক রফিকুল ইসলাম গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলোচনা সভা করেন।
বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর উত্তরা ৩ নং সেক্টরের ২১ রোডের ৭নাম্বার বাড়ীর নির্বাচনী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উত্তরা সেন্টাল প্রেস ক্লাবের সভাপতি ও এবিপি আনন্দ টিভির প্রতিনিধি জুয়েল আনান্দ, ঢাকা উত্তর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি কাজী রফিক, উত্তরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি রাসেল খান বাংলা টিভির প্রতিনিধি ডিএম শাহীন আনন্দ টিভির প্রতিনিধি মিরাজ শিকদার আলোর জগতের ক্রাইম চীফ আমানসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
পিডিপি প্রার্থী দৈনিক যুগান্তরের উত্তরা প্রতিনিধি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার মুল লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। যদি আপনারা আমাকে এই আসন থেকে এমপি নির্বাচিত করেন তাহলে ঢাকা-১৮ আসনের রাস্তা-ঘাট সংস্কার জলাবদ্ধতা দূরীকরণ ড্রেনেজ ও শুয়ারেজ ব্যবস্থা করব। ঘরে ঘরে গ্যাস বিদ্যুৎ এবং নাগরিক সুবিধা পৌঁছে দেব। যে সব অসমাপ্ত কাজ রয়েছে আমি সে গুলো সমাধান করবো এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াবো। আমি আবাসিক এলাকার আবাসিক পরিবেশ এবং ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করব। তিনি সকল সহকর্মী সাংবাদিকদের সহযোগিতা চান এবং অনুরোধ করে বলেন, সকলে একসাথে কাজ করলে বিজয় অবশ্যই আসবে।এসময় সমস্বরে উপস্থিত সকল সংবাদ কর্মী এক যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।