সব

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 20th December 2018at 2:28 pm
FILED AS: খেলা
69 Views

স্পোর্টস ডেস্কঃ সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সিরিজ বাঁচাতে বৃহস্পতিবার তাই জয়ের কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে।

মিরপুর টাইগারদের হোমগ্রাউন্ড এবং দীর্ঘদিনের চেনা। নিজেদের চেনা উইকেটের চরিত্র কেমন হবে তা আগে থেকে বলা মুশকিল। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সামনে চ্যালেঞ্জ শুধু ক্যারিবীয় পেসাররাই নয়, মিরপুরের উইকেটের রহস্যকে মোকাবেলা করতে হবে সাকিব আল হাসানের দলকে।

তবে আরেকটি বিষয়ও ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। সেটা হলো আবহাওয়া। গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শেষে হঠাৎ নামা ঠাণ্ডা চিন্তায় ফেলে দিয়েছে।

তাই বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেন, ‘এমন আবহাওয়ায় পেস বোলাররা একটু কার্যকর থাকে। আমাদের ওভাবে সামলাতে হবে। শুরুতে আমাদের কিছু ওভার দেখতে হবে। আবার টি-টুয়েন্টির মেজাজ বুঝেও খেলতে হবে।’

এদিকে মিরপুরের উইকেটকে ‘আনপ্রেডিক্টেবল’বললেও আশার কথাই শুনিয়ে সৌম্য বলেন, ‘এই মাঠ তো বিশ্রাম পেয়েছে। একই মাঠে টানা খেলা হলে হয়তো মাঠ-কর্মীরা সময় কম পেতেন। এখানে তো সময় পেয়েছে উইকেট তৈরি করতে। আমার কাছে মনে হয় না উইকেট নিয়ে সমস্যা হবে।’

সংবাদ সম্মেলনে যাই বলা হোক না কেন খেলাটা হবে মাঠে। আর সেখানেই লড়াই করতে হবে বাংলাদেশকে। সিলেটে ব্যাটে-বলে যে আগ্রাসী ওয়েস্ট ইন্ডিজকে দেখা গেল, তাতে তাদের সামলাতে সঠিক পরিকল্পনা নিয়ে নামতে হবে টাইগারদের।


সর্বশেষ খবর