সব

ভারতে সমুদ্র সৈকতে ব্রিটিশ নারী পর্যটককে ধর্ষণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 21st December 2018at 12:11 pm
77 Views

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গোয়ার সমুদ্র সৈকতে ব্রিটিশ এক নারী পর্যটককে ধর্ষণ করেছে এক যুবক। বৃহস্পতিবার ভোরবেলা সৈকতে হাঁটার সময় তাঁকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর মহিলার (৪৮) সমস্ত জিনিসও লুঠ করে পালায় ওই ব্যক্তি।

ঘটনাটি ঘটে ভোর চারটে নাগাদ কানাকোনা সৈকত থেকে ১০০ কিলোমিটার দূরে। ওই সময় মহিলা দক্ষিণ গোয়ার পালোলেম সৈকত দিকে হাঁটছিলেন। মহিলার দাবি, স্টেশনের দিক থেকে বিচে যাওয়ার পথে এক ব্যক্তি জোর করে তাঁকে তুলে নিয়ে যায় ও ধর্ষণ করে।

ওই নারী জানান, শুরুতে চোখে আঘাত করে যুবকটি। এরপর তিনি ঝাপসা দেখতে শুরু করেন। চোখে গুরুতর চোট পেয়েছেন মহিলা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য কয়েকদিন আগেও গোয়ার সৈকতে এক বিদেশি পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছিল।


সর্বশেষ খবর