ফের রাখাইনে নিধন অভিযান শুরু করেছে সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইনে আবারো নিধন অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, সংঘাতপূর্ণ রাখাইন অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের চার জনের ওপর হামলা এবং দুই জন নিহত হওয়ার পর নতুন করে অভিযান শুরু হয়েছে বলে সেনা প্রধানের কার্যালয় থেকে জানানো হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় রোহিঙ্গারা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রাখাইনের মংডু শহরের পিয়ু মা ক্রিক এলাকায় ওই সহিংসতার ঘটনা ঘটে। ওই এলাকায় গত বছর রক্তক্ষয়ী অভিযান চালায় সেনাবাহিনী।
বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, সেনারা আবারো সক্রিয় হয়েছে এবং পিয়ু মা ক্রিক এলাকায় নিধন অভিযান চালাচ্ছে।
এতে আরো বলা হয়, মাছ ধরতে গিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের দুই জন আর ফিরে আসেনি। পরবর্তীতে তাদেরকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। একইদিন ‘বাংলাভাষী’ ছয়জনের হামলার শিকার হন আরো দুই জন।