সব

২৪শে ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 21st December 2018at 12:15 pm
84 Views

স্টাফ রিপোর্টারঃ আগামী ২৪শে ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পাঠানো হয়েছে।

চিঠিতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের বৈধ অস্ত্র রাখতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। প্রতিটি জাতীয় নির্বাচনে বৈধ অস্ত্র জমা নেয়া হয়ে থাকলেও এবার নির্বাচন কমিশন এতোদিন সে উদ্যোগ নেয়নি।

বরং ইসি থেকে নির্দেশনা দেয়া হয়েছিল, ভোটের সময় বৈধ অস্ত্র জমা দেয়া লাগবে না, তবে তা কেউ বহন বা প্রদর্শন করতে পারবে না।

এ নিয়ে তীব্র সমালোচনা আসায় শেষ মুহূর্তে নির্বাচন কমিশন অস্ত্র জমা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।


সর্বশেষ খবর