চাঁপাইনবাবগঞ্জে মহাজোট প্রার্থী আঃ ওদুদ বিশ্বাসের জোড়ালো নির্বাচনী প্রচারণা
ফারহাদ রাজ ফাহিম রাজশাহীঃ
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ৪৩, সদর-৩ আসনে মহাজোট এর মার্কা নোকা প্রতিকের হয়ে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিগত কয়েক বারের সফল এমপি জনাব আঃ ওদুদ বিশ্বাস। বাংলাদেশের সকল বিভাগীয় শহর ও জেলা শহরের প্রতিটি থানা, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ে চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সকল দলের অংশগ্রহনমূলক প্রস্তুুতি। নির্বাচন কে সফল ও সুন্দর স্বার্থক করতে সরকারী ব্যাবস্থাপনায় পুলিশ প্রশাসন সহ সকল আইন প্রশাসন ও নিয়েছে নানা মুখি বার্তি নিরাপওা ব্যাবস্থাপনা। নির্বাচন কমিশন কর্তৃক দেয়া দিকনির্দেশনা মেনে গত ৮ তারিখ থেকে চাঁপাইনবাবগঞ্জের সকল প্রার্থিরা হাটে বাজারে মাঠে ঘাটে কেউ বা আবার বাড়ি বাড়ি গিয়েও চালাচ্ছেন যার যার প্রতিক ও ব্যাক্তি প্রচারণা। তারই ধারাবাহিকতায় চাঁপাই সদর আসন -৩ এ গতকাল ২১শে ডিসেম্বর ২০১৮ রাত ০৯ঃ০০ ঘটিকায় মহাজোট প্রার্থি জনাব আঃ ওদুদু বিশ্বাস এমপি শেখহাসিনার নৌকা প্রতিকের পহ্মে জরালো প্রচারণায় দেখা যায় সদর থানার চিবতলা মোর সংলগ্ন স্থানে। এসময় শিবতলায় এক পথ সভা আয়োজন করা হয় এতে জেলা ও থানা আওয়ামীলীগ ও সংশ্লিষ্ট অংগ সংগঠনের শতাধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। একে টকে নেতাকর্মীগণ সংহ্মিপ্ত ভাবে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য করে বলেন আমাদের ভোট মূল্যবান তাই যাকে খুশি তাকে দেবনা। যারা স্বাধীনতার পহ্মে শক্তি
তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবো। বিভিন্ন চাহিদা ও সমস্যা এমপি আঃ ওদুদু বরাবর নেতা কর্মীগণ তুলে ধরেন এমপি ওদুদ তাদের সমস্যা নিরসনে নানা মুখি প্রতিস্রুতি দিয়ে কাজ করবে বলে জানান আগামী নির্বাচনে যদি তাকে আরেকবার সুযোগ দেওয়া হয়। এবং বলেন পুরো থানার প্রতিটি ওয়ার্ড কেন্দ্রিক অস্থায়ী নির্বাচন অফিস করা হয়েছে। ভোটের পূর্ববর্তী সময়অবদি চলবে অফিস কেন্দ্রিক ও এলাকা ভিওিক নির্বাচনী সকল প্রচার প্রসারনা। যেখানে যেখানে পথ সভা গণ সংযোগ হবে, আপনারা সেখানে দলে দলে যোগ দিবেন। তাতে আওয়ামীলীগ নেতৃবৃন্দ উৎসাহ পাবে। সবশেষে বলেন জ্বয়বাংলা জ্বয় বঙ্গবন্ধু
আমরা আপনাদের উন্নয়ণের ধারা অব্যাহত রাখবো জননেএী শেখ হাসিনার নৌকা মার্কার হয়ে আপনারা পাশে থাকবেন।