বঙ্গবন্ধুসেতুর উপর আজ তীব্র যানজট, ভোগান্তিতে জনসাধারণ
জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুসেতুর টোল আদায় কে কেন্দ্র করে আজ ২৩ শে ডিসেম্বর ২০১৮ ইং রোজ রবিবার দুপুর হতে পদ্মা সেতুর উপর যান চলাচলে তীব্র যানজট লক্ষ্য করা যায়।
সূএে জানাজায় যে, বঙ্গবন্ধুসেতুর টোল আদায় করা হয় ইন্টারনেট সংযোগ এর সাহায্যে সফটওয়্যার ব্যবহার এর মাধ্যমে। তাই আজ বঙ্গবন্ধুসেতুর টোল ঘরে ইন্টারনেট সংযোগটি প্রায় ২ ঘন্টা যাবৎ বন্ধ হয়ে রেয়েছে ফলে বঙ্গবন্ধুসেতু কেন্দ্রিক ঢাকা হতে উওরআঞ্চল তথা, ঢাকা রাজশাহী, রংপুর ভায়া টাংঙ্গাইল মহা সড়কে দেখা দেয় তীব্র জ্যামযট।
সুএ জানিয়েছে এমন দীর্ঘ জ্যামযটে ভোগান্তি পোহাতে হচ্ছে শতাধিকেরও বেশি যাএীবাহি বাস মিনি কার সহ অনেক জরুরী ব্যাক্তিগত গাড়ী বহর। সকলের দাবী জ্যামযট নিরসনে বিকল্প উপায় ব্যাবহারের ব্যাবস্থাপনা দ্রুততম সময়ের মধ্যে এখানে থাকা বা করা আবশ্যক।
নেট সংযোগ পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত হলে, দীর্ঘ ২ ঘন্টায় যে যানজট তৈরি হয়েছে তা দ্রুত নিরসনে কর্তৃপক্ষ পদক্ষেপ হিসেবে টিকিট সংগ্রহের মাধ্যমে টোল আদায় করছে বলে জানাগেছে। এবং অল্প সময়ের মধ্যে জ্যামযট কমে স্বাভাবিক যান চলাচলের আশ্বাস প্রদান করেছেন প্দ্মাসেতু কর্তৃপহ্ম গণমাধ্যমগুলোতে।