সব

প্রজার সুখেই রাজার সুখ: মতিয়া চৌধুরী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 23rd December 2018at 3:23 pm
82 Views

নালিতাবাড়ী প্রতিনিধিঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রজার সুখেই রাজার সুখ। শেখ হাসিনা দেশ উন্নয়নের সকল চিন্তা করেন। আমরা শুধু তার চিন্তা বাস্তবায়ন করি। প্রজারা সার চায়, বিদ্যুৎ চায়, রাস্তাঘাটের উন্নয়ন চায়, দেশের উন্নয়ন চায়। তিনি (প্রধানমন্ত্রী) শুধু প্রজাকে দিতেই চায়, প্রজার সুখেই তার সুখ।

মন্ত্রী আজ সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নালিতাবাড়ী উপজেলায় রাজনগর ইউনিয়নের কৃষ্ণপট্টি এলাকায় নির্বাচনী পথ সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০৬ ইলেকশন হয়নি খালেদা জিয়ার নিজের ষড়যন্ত্রের জন্য। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত করতে গিয়েছিল সেনা প্রধানকে হাতে নিয়ে, রাষ্ট্রপতিকে হাতে নিয়ে। দুনিয়ায় কোন কিছুই চিরস্থায়ী নয়। গণতন্ত্রে পাঁচ বছর অন্তর মানুষের রায় নিয়ে দেশ শাসনের অধিকার নিতে হয়। শেখ হাসিনা ঠিকই ২০১৮ তে ইলেকশন দিয়েছে। আওয়ামী লীগ কোনদিন ভোট ছাড়া ক্ষমতায় আসে না। ১৯৭০ সাল থেকে আওয়ামী লীগ সকল নির্বাচনে অংশগ্রহণ করে আসছে।
মন্ত্রী বলেন, এতিমের টাকা মাইরা খাওনে আপনার (খালেদা জিয়ার) সাত বছরের জেল হইছে। এতোদিন ইলেকশনের কথা নেই। সাজা হওয়ার পর খালেদা জিয়া বলেন ইলেকশন করবে। দুই বছরের বেশি যদি কোন অপরাধীর সাজা হয় তবে সে পরবর্তী ৫ বছর ইলেকশন করতে পারবে না। এই আইন বৃটিশ থেকেই চলছে, পাকিস্তান আমলেও ছিল, বর্তমানেও আছে।

মন্ত্রী আজ দিনব্যাপী উপজেলার আন্ধারুপাড়া, কৃষ্ণপট্টি, লফিকুড়া, কাশিমপুর, ঘোগড়াকান্দী, গাগলাজানী, দক্ষিণ নাকশী, তারাকান্দী প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ সভা করেন। এ সময় নকলা-নালিতাবাড়ী উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর