প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার আপিল
স্টাফ রিপোটারঃ ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থিতা ফিরে ফিরে পেতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার খালেদা জিয়ার পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পৃথক তিনটি আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে আগামীকাল শুনানি হতে পারে বলে জানা গেছে।
এর আগে, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন (ইসি) ও হাইকোর্টে আবেদন করেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রায় পাননি সাবেক এই প্রধানমন্ত্রী।