সব

জোয়ারে ভাসছে নৌকা, দুলছে ধানের শীষ, ধীরে ঘুরছে হাতপাখা :শেরপুর-২

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 24th December 2018at 2:42 pm
111 Views
ফারুক হোসেন(শেরপুর) প্রতিনিধিঃ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে ৩ প্রার্থী প্রতীক পাওয়ার পরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনবারের সফল কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (নৌকা), বিএনপি আমলের সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম (হাতপাখা)।
প্রার্থীরা বিজয়ের আশায় লড়ছেন বলে দাবি করলেও লড়াই হবে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে। প্রতীক পাওয়ার পর নৌকা ও ধানের শীষের সমর্থকরা মাঠ চষে বেড়ালেও হাতপাখার প্রার্থী ও সমর্থকদের একদিন মাঠে দেখা গেছে নকলা শহরের হলপট্টি মোড়ে। নৌকা ও ধানের শীষের পোস্টার-লিফলেটে গ্রাম গঞ্জের অলিগলি ছেয়ে গেলেও হাতপাখার কোন পোস্টার-লিফলেটের দেখা মিলেনি।
ভোটারদের দ্বারে দ্বারে নৌকা ও ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ঘুরতে দেখা গেলেও, ২/১দিন ছাড়া নজরে পড়ছে না হাতপাখার কোন সমর্থকের। তাই কেউ কেউ বলেছেন, নৌকা জোয়ারে ভাসছে, দুলছে ধানের শীষ, কিন্তু ধীরে গতিতে ঘুরছে হাতপাখা।
৫০১ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট এই আসনটি ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ২৩২ জন। নকলায় ভোটার সংখ্যা এক লাখ ৫১ হাজার ৫৭৩ জন (নারী ভোটার ৭৭ হাজার ৩০ এবং পুরুষ ভোটার ৭৪ হাজার ৫৪৩জন) এবং নালিতাবাড়ীতে ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৫৯ জন। নকলা-নালিতাবাড়ী উপজেলা (এ আসনে) মোট মহিলা ভোটার রয়েছেন এক লাখ ৭৭ হাজার ২৫১ জন।
দলীয় বেশ কয়েকজন নেতাকর্মী ও সাধারণ অনেক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এই আসনটি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা হওয়ায় অন্যান্য আসনের চেয়ে স্বাভাবিক কারণেই এর আলাদা গুরত্ব রয়েছে। এবারের নির্বাচনে প্রবীণ ও নবীন দুই চৌধুরীর মধ্যে লড়াই হবে। এতে কারো বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে নকলাবাসী গতবারেরও মত এবারও মতিয়া চৌধুরীকে বিজয়ী করবে বলে দলের নেতাকর্মীরা আশা করছেন।

সর্বশেষ খবর