সব

বক্সিং ডে’ টেস্টে অজি দলের নেতৃত্বে ৭ বছরের আর্চি শিলার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 24th December 2018at 3:48 pm
FILED AS: খেলা
89 Views

খেলাধুলা ডেস্কঃ জন্মের তিন মাস পরেই জানা গিয়েছিল হৃদপৃণ্ডে জটিল সমস্যা রয়েছে, যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে তার। সাত বছর সেই শিশুই এখন অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়া কণিষ্ঠ ক্রিকেটার। বক্সিং ডে টেস্টে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দলে রয়েছে এমনই চমক। ১৫ জনের অজি স্কোয়াডে নাম রয়েছে সাত বছরের লেগস্পিনার আর্চি শিলারের৷

গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার সময়ই আর্চির অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ঢুকে পড়ার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল৷ সাত বছরের ক্ষুদে লেগস্পিনার অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে জানিয়েছিল যে, সে বিরাট কোহলিকে আউট করতে চায় এবং কোহলির উইকেট তুলে নেবে নিশ্চিত। শিলার আরও জানিয়েছিল সে অস্ট্রেলিয়ার জাতীয় দলকে নেতৃত্ব দিতে চায়।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ছোট্ট স্পিনারের দু’টি আশাই পূর্ণ করেছে। বক্সিং ডে টেস্টে অজি স্কোয়াডের ১৫ তম সদস্য হিসাবে শুধু নাম রয়েছে এমন নয়, বরং অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন্সিও তুলে দেওয়া হয়েছে তার হাতে। ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টিম পেইনের সঙ্গে যুগ্মভাবে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবে আর্চি।
অস্ট্রেলিয়ার ‘মেক এ উইশ’ ফাউন্ডেশনের সৌজন্যে আর্চির এই স্বপ্নপূরণ। এর আগে অ্যাডিলেডে প্রথম টেস্টের সময় টিম পেইনদের সঙ্গে অনুশীলন করে সে। এবার রীতিমতো সরকারিভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে টেস্ট স্কোয়াডের সদস্য হিসাবে অর্চির নাম ঘোষণা করা হয়। দলের ফটোসেশনেও অংশ নেয় সে। ভারত অধিনায়ক বিরাট কোহলি, যার উইকেট নেওয়ার ইচ্ছা প্রকাশ কেরেছে অর্চি, তার সঙ্গেও ছবি তুলতে দেখা দিয়েছে ছোট্ট ক্রিকেটারটিকে।


সর্বশেষ খবর