উত্তেজনা বাড়িয়ে ক্রিমিয়ায়ে যুদ্ধবিমান মোতায়েন রাশিয়া’র
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা আরও বাড়িয়ে ক্রিমিয়া উপত্যকায় বেশ কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করল রাশিয়া।
রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রিমিয়ার পুনর্নিমিত বেলবেক বিমান ঘাঁটিতে অন্তত ১০টি এসইউ-২৭ ও এসইউ-৩০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যুদ্ধবিমানগুলি স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে বলেও আভাস দিয়েছে সংবাদ মাধ্যমগুলি।
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ডিসেম্বর মাস শুরু হওয়ার পর ক্রিমিয়া সীমান্তে ইউক্রেন ‘সামরিক উসকানিমূলক তৎপরতা’র প্রস্তুতি নিতে শুরু করেছে।
ল্যাভরভ আরও বলেন, মস্কো ইউক্রেনকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না। আর এই পরিকল্পনার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে।
রুশ বিদেশমন্ত্রী কিয়েভকে ‘নাৎসীবাদীদের মতো আচরণ’ করার দায়ে অভিযুক্ত করে বলেন, রাশিয়া কখনও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না। ইউক্রেনের দোনবাস অঞ্চলের জনগণই দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করছে বলে ল্যাভরভ দাবি করেন।
রাশিয়ার বিদেশমন্ত্রীর এই সমস্ত উত্তেজনাপূর্ণ বক্তব্যের পরই ক্রিমিয়া উপত্যকায় রুশ যুদ্ধবিমান মোতায়েনের খবর সামনে আসল।