টাকা ছড়ানোর অভিযোগে ‘মির্জা’র কর্মী’ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম ও মুহিত। নগদ চার লাখ টাকাসহ সোমবার সকালে তাদের রাজারবাগ এলাকা থেকে আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।ভোটারদের কাছে টাকা ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, এরা ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কর্মী।
“মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য জেনে ওঁৎ পেতে থাকা ডিবি সদস্যরা সকালে তাদের আটক করে। তারা রাজারবাগ এলাকায় বারাকাহ মেডিকেল কলেজের সামনে টাকা বিতরণ করছিল।”শহীদ ও মুহিতের কাছে নগদ চার লাখ টাকা পাওয়া গেছে বলে জানান তিনি।
আতিকুল বলেন, “আটকদের একজনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।”