সব

বেড়েছে পাসের হার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 25th December 2018at 11:15 am
94 Views

আমারবাংলা ডেস্কঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৮ এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ এর ফল গতকাল প্রকাশিত হয়েছে। ফলাফলে জেএসসি-জেডিসিতে মোট ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। প্রাথমিক ও ইবতেদায়িতে ৯৭ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জেএসসি-জেডিসিতে মোট জিপিএ পাঁচ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। প্রাথমিক ও ইবতেদায়িতে জিপিএ পাঁচ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন।

গতকাল সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। দুপুরে তারা সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

ফলাফল অনুযায়ী, জেএসসিতে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এ বছর ২২ লাখ ১৬ হাজার ৯৬১ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ১৮ লাখ ৯০ হাজার ৫১৮ জন। জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৮৩ দশমিক ১০ শতাংশ। জেএসসিতে এ বছর জিপিএ পাঁচ পেয়েছে ৬৬ হাজার ১০৮ জন। জেডিসিতে ৩ লাখ ৮২ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ লাখ ৪০ হাজার ৩১১ জন। পাসের হার ৮৯ দশমিক শূন্য ৪ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৮৬ দশমিক ৮০ শতাংশ। জেডিসিতে মোট জিপিএ পাঁচ পেয়েছে ১ হাজার ৯৮৭ জন। গতবছর এর সংখ্যা ছিল ৭ হাজার ২৩১টি। পিইসি পরীক্ষায় এবার পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ। ইবতেদায়িতে পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফল অর্জন করা ছাত্র-ছাত্রীদের ছিল বাঁধভাঙা উল্লাস। রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পিইসি ও জেএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে। পিইসি ও জেএসসিতে জিপিএ পাঁচ পেয়েছে যথাক্রমে ৮৪৪ ও ৪৬১ জন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১ হাজার ১৩৭ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৮৯৬ জন। জেএসসিতে ১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩৯৬ জন। ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১ হাজার ৯৭১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৩ জন।

শতভাগ পাস ৪ হাজার ৭৬৯টিতে : এ বছর মোট ৪ হাজার ৭৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জেএসসিতে ৩ হাজার ৪২টি জেডিসিতে ১ হাজার ৭২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

কেউ পাস করেনি ৪৩টিতে : জেএসসিতে ২০টি ও জেডিসিতে ২৩টিসহ ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

পাসের হারে বরিশাল এগিয়ে, জিপিএ পাঁচে এগিয়ে রাজশাহী : শিক্ষাবোর্ডগুলোর মধ্যে বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। আর জিপিএ-৫ বেশি পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। ঢাকা বোর্ডে ৮৩ দশমিক ১৯, রাজশাহীতে ৯৪ দশমিক ৫৭, কুমিল্লায় ৮৬ দশমিক ৯৯, যশোরে ৮৪ দশমিক ৬১, চট্টগ্রামে ৮১ দশমিক ৫২, বরিশালে ৯৭ দশমিক শূন্য ৫, সিলেটে ৭৯ দশমিক ৮২, দিনাজপুরে ৮১ দশমিক ৬৩, বিআইএসইতে ৮৫ দশমিক ২৮ ও মাদ্রাসা বোর্ডে ৮৯ দশমিক শূন্য ৪ শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে। রাজশাহী শিক্ষাবোর্ডের ৫ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে।

এগিয়ে মেয়েরা : জেএসসি-জেডিসিতে পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। ৮৬ দশমিক ৪৩ শতাংশ ছাত্রী পরীক্ষায় পাস করেছে। অপরদিকে ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। পরীক্ষায় ২ দশমিক ৮৪ শতাংশ ছাত্রী ও ২ দশমিক ৩৬ শতাংশ ছাত্র জিপিএ পাঁচ পেয়েছে।

বিদেশ কেন্দ্রে পাস ৯৭ দশমিক ৯৭ শতাংশ : পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩০ জন। পাসের হার ৯৭ দশমিক ৯৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।

কাগতিয়া মাদ্রাসার শতভাগ সাফল্যের ধারা অব্যাহত : এবার জেডিসি ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় চট্টগ্রামের কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ মাদ্রাসা থেকে জেডিসিতে ৬৩ ও এবতেদায়ী সমাপনীতে ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।


সর্বশেষ খবর